আমাদের সম্পর্কে

আমাদের বৈশিষ্ট

গ্রীন আইটি সল্যুশন- বাংলাদেশ

২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্রিন আইটি সল্যুশন একটি তথ্য প্রযুক্তি পরিষেবা এবং সৃজনশীল ডিজাইন এবং পরামর্শদাতা সংস্থা যা জাতীয় এবং বিশ্বব্যাপী কোম্পানিগুলিকে প্রতিযোগিতামূলক মূল্যের আউটসোর্সিং ও ডিজাইন ডেভেলপ পরিষেবা প্রদান করে।

বাংলাদেশের জামালপুরে একটি শক্তিশালী স্থানীয় উপস্থিতি থাকার কারণে, গ্রিন আইটি সল্যুশনের আইটি শিল্পের অত্যন্ত পেশাদার এবং প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটি সুপ্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে তার ছাপ রেখেছে।  নিশ্চিতভাবেই একটি অগ্রণী সংগঠন হয়ে উঠছে যা সহজতর এবং উন্নত।

 অত্যন্ত দক্ষ বুদ্ধিজীবী কর্মী, তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা গ্রিন আইটি সল্যুশন এর  দল তৈরি করে। আমাদের ব্যবস্থাপনা নিশ্চিত করে যে প্রতিটি ব্যক্তি তাদের সাথে নিবিড়ভাবে কাজ করে তাদের নির্দিষ্ট বরাদ্দকৃত কাজগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

কেবলমাত্র সেই ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হয় যারা কেবল শক্তিশালী প্রযুক্তিগত এবং বিশ্লেষণমূলক দক্ষতা, উচ্চ বুদ্ধি, কর্মের নৈতিকতা এবং সততার অধিকারী।এছাড়াও, আত্মবিশ্বাসী,সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এবং সর্বোপরি নিরবিচ্ছিন্ন কাজ করার মানষিকতা আছে, ম্যানেজমেন্ট লেভেল বা টেকনোলজির দক্ষতা সম্পন্ন জনবল দিয়ে টিম গঠন।

আমাদের মনোযোগী, সুনির্দিষ্ট এবং উদ্ভাবনী পদ্ধতি আমাদের দলের সদস্যদের ক্রমবর্ধমান অভিজ্ঞতা থেকে উদ্ভূত। শক্তিশালী প্রযুক্তি বিতরণ ক্ষমতা সহ তাদের সম্মিলিত ব্যবহারিক ব্যবসায়িক অভিজ্ঞতার ফলস্বরূপ, আমরা ক্লায়েন্টের ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুধাবন করতে, ব্যবসার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আইটি এবং সৃজনশীল কৌশল প্রস্তাব করতে এবং উচ্চমানের নির্মাণ বা বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম। সর্বশেষ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্কেলেবল ব্যবসায়িক সমাধান।

বিশ্বমানের সেবা প্রদানের জন্য, আমরা সেরা প্রযুক্তিবিদ নিয়োগ করি, প্রমাণিত পদ্ধতি মেনে চলি, উন্নত ক্লায়েন্ট সেবা প্রদান করি এবং প্রতিটি প্রকল্পে সত্যিকারের ব্যবসায়িক অংশীদার হই। সবার জন্য শুভ কামনা।

 

 

আমাদের মিশন – ভিশন

www.greenitsolution.com.bd

আমাদের প্রতিষ্ঠানের মিশন

বাংলাদেশে একটি বিশ্বমানের আইটি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে আমরা অঙ্গিকারবদ্ধ।আউট সোর্সিং এ জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা। যা দেশ বিদেশের সফল ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহীদের একটি কমন প্লাটফর্ম হিসেবে কাজ করে থাকে আইটি খাতে মানসম্মত প্রশিক্ষণ প্রদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সফল ফ্রিল্যান্সার তৈরীরএ প্রোগ্রামটির  সাথে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী যে কেউ যুক্ত হতে পারেন।

আমাদের ভিশন

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা।

দৌড়গোয়ায় আইটি সেবা পৌছে দেয়া এবং সেবা সহজলভ্য করা। এবং কমিউনিটি ওনারশীপের মাধ্যমে প্রোগ্রামটি পরিচালনা করা। দেশের ছাত্র- ছাত্রিদের সহযোগিতা করা।

 

চেয়ারপার্সন এর মেসেজ

মেহেদী হাসান স্মরণ – আমরা মানুষকে তথ্য প্রযুক্তির সাথে সংযুক্ত করতে কাজ করছি।যুব সমাজের টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

ব্যবস্থাপনা পরিচালকের মেসেজ

আতিকুর রহমান

গ্রীন আইটি সল্যুশনের সকল গ্রাহক ও সুভানুধ্যায়ীদে জানাই আন্তরিক ধন্যবাদ জনাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতায় আমরা আরো  এগিয়ে যাবো এই প্রত্যাশা করছি

ক্লায়েন্টস সেটিসফেকশান রিভিউ

সাম্প্রতিক সময়ে আমাদের সম্মানিত ক্লায়েন্টস থেকে পাওয়া কিছু মন্তব্য

কয়েকবার বিভিন্ন ওয়েতে সার্ভিস নিয়ে বিজনেস গ্রোথে বারংবার বাঁধাপ্রাপ্ত হয়ে পরিচতদের রেফারেন্সে গ্রীন আইটির দারস্ত হই। তাদের বিশেষত্ব হলো, প্রত্যেক কাজের জন্য আলাদা এক্সপার্ট বা আলাদা টিম আছে। খুবই আনন্দদায়ক যে, কাজের মান অসম্ভব রকমের ভালো হয়। যাদের সত্যিকারের ব্যবসায়ের গ্রোথ ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাদেরকে রিকমেন্ড করবো গ্রীন আইটি সল্যুশন এর কাছ থেকে কাজ করিয়ে নিন।

মশিউর রহমান পলাশ

আমার ব্যক্তিগতভাবে টেকনোলজি সম্পর্কে সত্যিই ভালো ধারণা নেই। আমাদের প্রতিষ্ঠানের এর জন্য আগে ২ টা ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কাজ করিয়েছি কিন্তু আশানুরূপ বা চাহিদা অনুযায়ী কাজ পাচ্ছিলাম না। গ্রীন আইটি সল্যুশন আমাকে আমার চাহিদার পরিপূর্ণতা নিশ্চিত করেছে।

এহসান হাফিজ

চেয়্যারপারসন- শিখি

আমি কম বাজেটে ব্যক্তি বিশেষের দিয়ে আমার ইকমার্স সাইট ডেভলপ করে নিয়েছিলাম। কিছুদিনের মধ্যেই সাইটটি গুগল ব্লাক সিস্টেড করে দেয়। খুবই মন খারাপ হয়। যোগাযোগ করলে তারা আমাকে সেই সাইট উদ্ধারসহ নতুন করে আমার চাহিদামত ডিজাইন ও ডেভলপ করে দিতে সক্ষম হয়। তবে তাদের বাজেট তুলনামূলকভাবে একটু বেশি থাকে। যদিও কাজের গুনগতমান দামের মতই হয়। ধন্যবাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক

আমরা কারা

আমাদের টিম

মেগেদী হাসান স্মরণ

মেগেদী হাসান স্মরণ

চেয়ারপারসন

Maniruzzaman Monir

Maniruzzaman Monir

পরিচালক

মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান

নিবার্হী পরিচালক

আতিকুর রহমান সুজন

আতিকুর রহমান সুজন

ম্যানেজিং ডিরেক্টর

৩০ দিনের ফ্রি হোষ্টিং নিন 

যোগাযোগ করুন